২০১৭ বইমেলাই প্রকাশিত কাব্যগন্থ - "নিশীপদ্ম” থেকে ৩টি কবিতা
"নিশীপদ্ম” থেকে ৩টি কবিতা
১]
কবিতা : পতাকা
সনি ভূঁইয়া বাঙ্গালী
সকালে লাল সূর্যের মত
সব ফুল ফোঁটে না
যেমন ফোঁটে নি বাঙলাদেশ !
বহু ভাইয়ের রক্তের ফোঁটা
বানিয়েছে রক্তগঙ্গা
বাবাদল করেছে রক্তক্ষণ
মা দিয়েছে আঁচলে ডাকা ভালবাসার আত্নাহুতি
বোন দিয়েছে সম্ভম।
তবে পেয়েছি একটি লাল-সবুজের স্বদেশ।
আটষট্টি হাজার বর্গমাইল জুরে
একটি কাপর লাল সবুজে ঘেরা
এই পতাকা রক্তাক্ত
এই পতাকা লক্ষ মায়ের সম্ভম
এই পতাকা লক্ষ বাবার সংগ্রাম
রক্ষি রক্ষা করতে হবে
রক্ষি জাগো।
একজাত শুকুনের দল
খামছায় আমর পতাকা
আমি জাগ্রত
জেগে উঠো নবীণ।
২]
কবিতা : জয় বাংলার জয়গান
সনি ভূঁইয়া বাঙ্গালী
সকালে ভোরের পাখি ডাকার কথা ছিল
সূর্যের মত একটি ফুল হয়ে
নতুন কোন প্রস্তাবনা আলো ছড়াতে চেয়েছিল।
দূঃখি হৃদয়ে আলোর সঞ্চার হওয়ার কথা ছিল
কাল সকালে !
কিন্তুু তা আর হলো না
কাল সকালটা কালো কাঁপরে জড়িয়ে দিল
একটি শুকুনের দল।
চুঙ্গাহাতে বাঙ্গালী বাঙ্গালী বলে
চিৎকার করে যে মানুষটি
গড়েছিল বাংলাদেশ
সে আর নেই
গতকাল রাতে তাঁকে হত্যাঁ করলো তাঁরই বাঙ্গালী ভাই।
মৃত্যুর নিত্যধ্বনি যখন বেঁজেছিলো
হায়েনারা যখন রাতের আঁধারে
জেগেছিল
যখন অগ্নি-বারুধ সাঁজিয়েছিল মৃত্যুর মঞ্চ
তখনো যিঁনি গেয়েছিলেন
জয় বাংলার জয়গান
সেই আমার জাতীর পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু হত্যাঁর খুনিদের বিচার চাই
নিস্তব্ধতা ছড়িয়ে দিতে চাই খুনিদের প্রাণে।
৩]
কবিতাঃ ৩০শে সেপ্টেম্বর"
একজন মেধাবী, পরিশ্রমী, সৃজনশীল
ছাত্রনেতার আবির্ভাব হয়েছিল!
অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার
ন্যায় প্রতিষ্ঠার অগ্র সেনানী
বঙ্গবন্ধুর বানী বাহক
বলিষ্ঠ কলম সৈনিক।
যার সামনে উজ্জল ভবিষত্ব ছিল
হয়ত তার হাত ধরে একটি রঙিন সূর্যদয় হওয়ার স্বপ্ন দেখছিল।
তাঁকেই হত্যা করা হলো।
সেদিন-
গাঁয়ে শাদা শার্ট ছিল
আর পরনে ছিলো কালো একটি পেন্ট
পকেটে কলম ছিল
আর হাতে ছিল সাদা কাগজ।
কিছু লেখা লেখি করার কথা ছিল
হয়ত একটা নতুন স্লোগান
হয়ত একটা জাগরনের গান
হয়ত সৃষ্টির ইতিহাস
হয়ত একটা তালিকা করার ছিলো বীর সেনাদের
হয়ত কোন রঙিন পোষ্টার,
এমন ধারনা ছিল সহযোদ্ধাদের!
কিন্তু কে জানতো?
সেদিন পিন্টুর সাদা শার্টই হয়ে যাবে
এক রক্তাক্ত পোষ্টার
কে জানতো?
সেদিন পিন্টুই হয়ে যাবে রক্তে লিখা ইতিহাস।
স্লোগান মুখর সারাদিন ফেরিয়ে-
যখন পূর্বাকাশে লালীমা দিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল,
একদল খুনি তখন পিন্টু হত্যায় মেতেছিল।
৩০শে সেপ্টেম্বর, ২০০১__
সন্ধ্যা ঘনিয়ে আসছে,
এক রাজনীতি মুখর পরিবেশ বিরাজ করছে সারা দেশে
সন্ধ্যা শেষে রাত,
রাত পেরুলেই
কাঙ্খিত জাতীয় নির্বাচন।
সে রাত শেষ হলো না,
শেষ হলো এক ছাত্রনেতার ইতিহাস।https://www.facebook.com/sbbangali/
nice
ReplyDelete