বাংলার আদি কবি মীননাথ

বাংলার আদি কবি মীননাথ


৭ম শতাব্দীতে (খৃষ্টীয়) বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম লেখক বাঙ্গালীর আদি কবি 'মীননাথ' (মৎস্যেন্দ্রনাথ, মোছন্দর, মীনপাদ, মচ্ছিন্দ্রনাথ, মচ্ছেন্দ্রপাদ প্রভৃতি নামেও পরিচিত) চন্দ্রদ্বীপে (সন্দ্বীপে) জন্ম গ্রহন করেন। ডাঃ মুহম্মদ শহীদুল্লার মতে 'মীননাথই বাংলা ভাষার আদিম লেখক'। মীননাথ যোগী বা নাথ সম্প্রদায়ের আদী পুরুষ।
তথ্যসূত্রঃ আবুল কাসেম সন্দ্বীপ
(সন্দ্বীপের ইতিহাস পৃঃ ১৯১-১৯৬)

Comments

Popular posts from this blog

কবি,সাহিত্যিক ও লেখকদের জন্ম ও মৃত্যু দিবস

ব্রিটিশ বিরোধী আন্দোলন এর বিপ্লবী লাল মোহন সেন