কবি সাহিত্যিক এস. এম. আবদুল আহাদ এর কবিতা


কবিতাঃ’ঝড়’

-------কবি সাহিত্যিক এস. এম. আবদুল আহাদ (১৮৮৫-১৯০৭)

জন্মস্থানঃ দুবলাপাড় গ্রাম, সন্দ্বীপ, চট্টগ্রাম।




(১)
বৈশাখেতে একদিন বেলা ‍দ্বিপ্রহর,
নিরমল মেঘ-শূন্য হাসিছে অম্বর।
বসন্তের সমীরণে,
বহিতেছে ঘন ঘন,
বাগানে ফুটে’ছে পুষ্প মনোহর,
প্রেমালাপে ব্যস্ত তাহে কাল মধুকর।
(২)
বেলা দে’খে রাখালেরা যায় বাড়ী পানে,
গাহিতে গাহিতে গান সবে এক তান ।
গাখীরা দোলায়ে কায়,
এক দৃষ্টে চ’লে যায়,
বিশ্রামিতে চায় মাত্র ছায়া যেই স্থানে,
সহেনা পোড়ান জ্বালা রোদের কিরনে।
(৩)
ঝোপের খিতরে থাকি এক বিহঙ্গম,
”বউ কথা কও” ডাকে বিসর্জ্জি সরম।
বিরলে আবের পাখী,
”দে জল” বলিয়া ডাকি,
মিনতি করিছে যেন বিভূর সদন।
জীবন বিহনে ওর যায় যে জীবন।
(আংশিক, পুরা অংশ আসবে)

Comments

Popular posts from this blog

কবি,সাহিত্যিক ও লেখকদের জন্ম ও মৃত্যু দিবস

বাংলার আদি কবি মীননাথ

ব্রিটিশ বিরোধী আন্দোলন এর বিপ্লবী লাল মোহন সেন