কবিতা

কবিতাঃ একটি বট গাছ কবিঃ সনি ভূঁইয়া বাঙ্গালী নিঃশব্দ একটি কন্ঠ বেদনার সুর ছড়ালো নিরবতা ছড়িয়েছে - একটি বটগাছ ! গত দূপুরে বট ছাঁয়া বিলেয়েছিল নিঃস্বার্থে । ক্লান্ত কৃষক একটু শান্তির জন্য বটের বক্ষে গামছা মেলে দেহ হেলাত। জেলে মাছ নিয়ে দৌঁড়ানো পথে একটু বিরতি নিত। সে বটগাছের পাতা রয়ে গেল। বটতলায় একটি শুকনের দল অস্ত্রহাতে তবু তার ভয় ছিল না ছিল বীরের বেশে পালিয়ে যাই নি লড়েছে বীরের মত। হত্যা করেছে সেই অস্ত্রদারী নরপশুদের দংশ করছে বিপজ্জনক কামান। বাঁছিয়েছে বটতলা বাঁছিয়েছে মাটি। তবু ! তার নামে একটা কাগজ লেখা হয় নি। তবু দুঃখ ছিল না ছিল বড় তৃপ্তি যেমন মায়ের আঁচলে শিশু। সমস্ত গেরামের আস্থা আর ভালবাসায় সিক্ত সে বট আর নেই। আমি আজ এই অন্ধপ্রহরে সেই বটের ওপার শান্...