ফকির লালন শাহ
লালন উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে Jump to navigation Jump to search লালন সাঁই, শাহ লালনের জীবদ্দশায় তৈরি করা একমাত্র চিত্র, ১৮৮৯ খ্রিষ্টাব্দে এঁকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জন্ম ১৭৭৪ খ্রি. অবিভক্ত বাংলা [১] মৃত্যু ১৭ অক্টোবর ১৮৯০ (১১৬ বছর) ছেউড়িয়া , কুমারখালী , কুষ্টিয়া , অবিভক্ত বাংলা মৃত্যুর কারণ বার্ধক্য সমাধি ছেউড়িয়া, কুষ্টিয়া ২৩°৫৩′৪৪″ উত্তর ৮৯°০৯′০৭″ পূর্ব অন্য নাম লালন ফকির, লালন সাঁই, ফকির লালন শাহ জাতিসত্তা বাঙালি পেশা সাধক, গায়ক, গীতিকার, সুরকার, বাউল-দার্শনিক যে জন্য পরিচিত বাউল গান , মানবতাবাদী দর্শন ধরণ বাউল গান উপাধি ফকির, মহাত্মা, বাউল সম্রাট দাম্পত্য সঙ্গী বিশাখা লালন ( জন্ম : ১৭৭৪ খ্রি. - মৃত্যু : ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) [২] ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি ; যিনি ফকির লালন , লালন সাঁই , লালন শাহ , মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। [৩] তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদ...