কাব্যগ্রন্থঃ তারুন্যের শপথ

কবিতাঃ বর্নমালার মুক্তি কবিঃ সনি ভূঁইয়া বাঙ্গালী কি দরকার ছিল ২১ফেব্রুয়ারী কি দরকার ছিল বরকতের রক্ত কি দরকার ছিল সালাম ভাই শহীদ হল কি দরকার ছিল ভাষার জন্য আহাজারি কি দরকার ছিল মায়ের মুখের মুক্তি কি দরকার ছিল ১৪৪ধারা ভঙ্গ করা। আমার মায়ের মুখের মুক্তির জন্য তোমরা আজ ভাষা সৈনিক তোমারা আজ রক্ত গঙ্গায় শহীদ তোমরা বিজয়ী ছিলে বিজয় ছিল সাত কোটি জনতার। আমারা দুঃখিত- ভাষা সৈনিকগণ আপনারা ভাল থাকবেন ভাল থাকছেনা আপনাদের স্বাদের বর্ণমালা। রক্ত দিয়ে মুক্তি কিনেছো আমার ভাষা আমার সংষ্কৃতি ফিরিয়ে দিয়েছো। আমরা নির্বোধরা তোমাদের জীবণের যথাযথ মূল্যায়ন করিনি। ব্যাবসা করছি তোমার রক্তের স্রোত দিয়ে লাঞ্চিত করেছি তোমার অহংকার পদদলিত করছি তোমার ভাষা। আকাশ সংষ্কৃতি এখন আমাদের প্রাণের সংষ্কৃতি। আজ ভাষা দিবসে বিনদেশি তারার আলো দেখি ভুলে থাকি আমাদের আমাদের প্যারনা আমাদের চেতনা তোমাদের রক্ত স্নান মূল্যহীন এই জাতীর কাছে। এই জাতীকে যদি বলো কেড়ে নিব বাংলা। জাতীর পদান্তর হবে না, না ঘোশনা দাও নেংটা সংষ্কৃতি বন্ধ করার তবে দেখবে মাছে ভাতে বাঙ...