Posts

Showing posts from February, 2018

কাব্যগ্রন্থঃ তারুন্যের শপথ

Image
কবিতাঃ বর্নমালার মুক্তি কবিঃ সনি ভূঁইয়া বাঙ্গালী কি দরকার ছিল ২১ফেব্রুয়ারী কি দরকার ছিল বরকতের রক্ত কি দরকার ছিল সালাম ভাই শহীদ হল কি দরকার ছিল ভাষার জন্য আহাজারি কি দরকার ছিল মায়ের মুখের মুক্তি কি দরকার ছিল ১৪৪ধারা ভঙ্গ করা। আমার মায়ের মুখের মুক্তির জন্য তোমরা আজ ভাষা সৈনিক তোমারা আজ রক্ত গঙ্গায় শহীদ তোমরা বিজয়ী ছিলে বিজয় ছিল সাত কোটি জনতার। আমারা দুঃখিত- ভাষা সৈনিকগণ আপনারা ভাল থাকবেন ভাল থাকছেনা আপনাদের স্বাদের বর্ণমালা। রক্ত দিয়ে মুক্তি কিনেছো আমার ভাষা আমার সংষ্কৃতি ফিরিয়ে দিয়েছো। আমরা নির্বোধরা তোমাদের জীবণের যথাযথ মূল্যায়ন করিনি। ব্যাবসা করছি তোমার রক্তের স্রোত দিয়ে লাঞ্চিত করেছি তোমার অহংকার পদদলিত করছি তোমার ভাষা। আকাশ সংষ্কৃতি এখন আমাদের প্রাণের সংষ্কৃতি। আজ ভাষা দিবসে বিনদেশি তারার আলো দেখি ভুলে থাকি আমাদের আমাদের প্যারনা আমাদের চেতনা তোমাদের রক্ত স্নান মূল্যহীন এই জাতীর কাছে। এই জাতীকে যদি বলো কেড়ে নিব বাংলা। জাতীর পদান্তর হবে না, না ঘোশনা দাও নেংটা সংষ্কৃতি বন্ধ করার তবে দেখবে মাছে ভাতে বাঙ...

বাংলাদেশ ছাত্রলীগ

Image
বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগ ( Bangladesh Student League – BSL / Bangladesh Chatro League ) বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন। অবিভক্ত পাকিস্তানের সর্বপ্রথম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ । এটি ভারত বিভক্তিক্রমে পূর্ব পাকিস্তানের উদ্ভবের কিছু পর গঠিত হয়। ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষাপ্রাতিষ্ঠানিক অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটির জন্ম আওয়ামী লীগের এক বছর আগে। [ বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ] শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ । বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করেছে পথচলার ৬৮ বছর। ১ ৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্...