জীবনী "হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম " ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী ( আরবি ভাষায়: النبي আন-নাবিয়্যু) তথা "বার্তাবাহক" (আরবি: الرسول আর-রাসুল) যাঁর উপর আল কুরআন অবতীর্ণ হয়েছে। (অমুসলিমদের মতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক। অধিকাংশ ইতিহাসবেত্তা ও বিশেষজ্ঞদের মতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনই রাজনৈতিক জীবনে। সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য। বিবদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা ।) হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মের পূর্বে বিশ্বের অবস্থা আরব বলতে এখানে মক্কা ও মদিনা এবং এদের পার্শ্ববর্তী অঞ্চলগুলো নিয়ে গড়ে ওঠা অংশকে বুঝানো হচ্ছে, কারণ এই অংশের সাথেই হযরত মুহাম্মাদ সাল্লাল্...
Posts
ফকির লালন শাহ
- Get link
- X
- Other Apps
লালন উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে Jump to navigation Jump to search লালন সাঁই, শাহ লালনের জীবদ্দশায় তৈরি করা একমাত্র চিত্র, ১৮৮৯ খ্রিষ্টাব্দে এঁকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জন্ম ১৭৭৪ খ্রি. অবিভক্ত বাংলা [১] মৃত্যু ১৭ অক্টোবর ১৮৯০ (১১৬ বছর) ছেউড়িয়া , কুমারখালী , কুষ্টিয়া , অবিভক্ত বাংলা মৃত্যুর কারণ বার্ধক্য সমাধি ছেউড়িয়া, কুষ্টিয়া ২৩°৫৩′৪৪″ উত্তর ৮৯°০৯′০৭″ পূর্ব অন্য নাম লালন ফকির, লালন সাঁই, ফকির লালন শাহ জাতিসত্তা বাঙালি পেশা সাধক, গায়ক, গীতিকার, সুরকার, বাউল-দার্শনিক যে জন্য পরিচিত বাউল গান , মানবতাবাদী দর্শন ধরণ বাউল গান উপাধি ফকির, মহাত্মা, বাউল সম্রাট দাম্পত্য সঙ্গী বিশাখা লালন ( জন্ম : ১৭৭৪ খ্রি. - মৃত্যু : ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) [২] ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি ; যিনি ফকির লালন , লালন সাঁই , লালন শাহ , মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। [৩] তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদ...